
মোঃ সোহাগ : পটুয়াখালীর কলাপাড়ায় বি,এন,পি’র নেতা -কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বি,এন,পি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসিরের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বি,এন,পি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক এ্যাডভোকেট মো.হাফিজুর রহমান চুন্নুৃ। পৌর বি,এন,পি’র সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।
বক্তারা কোষ্টগার্ডের মামলাকে মিথ্যা ও ষড়যন্র বলে আখ্যায়িত করেন। উল্লেখ্য, গত ৮ মার্চ কলাপাড়া চৌরাস্তা বাসষ্ট্যান্ড সংলগ্ন ইউরো কোচ পরিবহনের কাউন্টারের কাছে সড়কের উপর বাংলাদেশ কোষ্টগার্ড (গোয়েন্দা) মো.মোস্তফা সাদিক আরওজি -১ কর্তব্য পালনে অবস্থান করলে তার উপর বিএনপি’র নেতা কর্মীরা মারধর এবং হামলা এবং কর্তব্য পালনে বাঁধা প্রদান করে। এসময় নেতা কর্মীরা বলেন’ কলাপাড়ার সকল প্রশাসন তাদের কথায় পরিচালিত হয়।
এ ঘটনায় কোষ্টগার্ডের উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ কোষ্টগার্ডের পেটি অফিসার মো.নেছারুল ইসলাম বাদী হয়ে ১১ মার্চ কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এতে আসামীরা হলো, মো.শওকত হোসেন সাকিব তালুকদার, বি,এন,পি নেতা সেলিম সিকদার,মো. মামুন সিকদার, কামরুজ্জামান কাজল তালুকদার, ও এ্যাডভোকেট আবুল হোসেন।