নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় খবরের কাগজে ইফতার সামগ্রী বিক্রি করছেন বিভিন্ন রেস্তোরা এবং ফুটপাতে কতিপয় দোকান মালিকরা।
গরম গরম ইফতার সামগ্রী সাথে খবরের কাগজের কালি মিশে স্বাস্থ্যহানি সহ মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে বলে বলে আশংকা করছেন এলাকার সচেতন মহল সহ চিকিৎসকরা।
দীর্ঘবছর ধরে এমন অবস্থা চলতে থাকলেও সংশ্লিষ্ট প্রশাসন কোন প্রকার ভ্রুক্ষেপ করছে না।
কলাপাড়া পৌরশহর সহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পবিত্র রমজান শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন রেস্তোরার মালিক কিংবা সড়কের পাশে অস্থায়ী কতিপয় ব্যবসায়ীরা কেউ সকাল থেকে আবার কেউ বিকেল থেকে ইফতার সামগ্রী তৈরী করতে শরু করে।
গরম গরম ভাজা এসব ইফতার সামগ্রী খবরের কাগজের উপর রেখে বিক্রি করছেন। এতে ইফতার সামগ্রীর সাথে মিশে যাচ্ছে খবরের কাগজের কালি। যা মানুষ তার অলক্ষ্যে খেয়ে যাচ্ছে। কালি মিশ্রিত এ ইফতার সামগ্রী মানুষের জন্য ক্ষতিকর বলে মনে করছেন সচেতন মহল সহ চিকিৎসকরা।
এ ব্যাপারে আনিসুর রহমান নামে এক ক্রেতা বলেন 'আসলে আমরা এসব বিষয়ে খেয়াল করছি না, খবরের কাগজের পাশাপাশি পলিথিনে ইফতার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছি। তবে প্রশাসনের উচিৎ এগুলো বন্ধ করে দেয়া।
'নাগরিক উদ্যোগ' সংগঠনের কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার বলেন' মানুষের জন্য ক্ষতিকর এমন খাবার সরবরাহ করা উচিত নয় ।
কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. জুনায়েত হোসেন লেলিন জানান, ইফতারপন্য কিংবা যে কোন খাবারে কালি উঠে এমন খবরের কাগজ ব্যবহার করা উচিৎ নয়। কালিযুক্ত খাবার খেলে পেটের পীড়া সহ জটিল রোগের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, শিশু এবং বয়স্ক মানুষদের বেশী ক্ষতি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
আ/স/০৫/০৩/২০২৫/আকাশ