
নিজস্ব প্রতিবেদক : জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কলাপাড়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন এক কৃষক। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. বেলায়েত হাওলাদার (৬০)। অভিযুক্ত হত্যাকারী তারই ভাতিজা রাজা হাওলাদার। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কলা গাছের কলা কাঁটা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজা হাওলাদার চাচা বেলায়েত হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে মাথায় মারাত্মক আঘাত পায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।