
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় নীলকান্ত সরকার নামে এক কৃষকের বাড়ীতে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রবিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
এতে আটককৃত ডাকাতরা হলো মো.মাকসুদ মজুমদার (৩৮) এবং মো.মনির হাওলাদার (৩৫)। এদের বাড়ী নবাবগঞ্জ গ্রামের ১ নং ওয়ার্ডে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৭/৮ জনের ওই ডাকাতদল নীলকান্ত সরকারের দড়জায় লাথি মেরে দড়জা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে পড়ে। এসময় বাড়ীর লোকজনের ডাক চিৎকারে আশে পাশের ৮/৯ টি বাড়ীর লোকজন ডাকাত দলকে ধাওয়া করলে বাইরে অবস্থানরত ডাকাতরা পালিয়ে যায়। তবে ঘরের ভিতরে দুই ডাকাত বের হতে পারেনি। তাদেরকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম জানান,নীলগঞ্জে আরো চুরি ডাকাতি হয়েছে,আটককৃতরা ওই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে তিনি ধারনা করছেন। তবে এ ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।