
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নীলগঞ্জ ইউনিয়ন শাখার যুগ্নআহবায়ক মো.মনির হাওলাদকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। সংগঠনের শৃংখলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে বহিস্কার করা হয়। ১০ মার্চ (সোমবার) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.জাকির হোসেন বাদল এবং সদস্য সচিব ঢালী রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এদিকে,অপর একটি সূত্র জানায়, স্বেচ্ছাসেবক দল নতা মো.মনির হোসেন রবিবার দিবাগত রাত ১ টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে নীলকান্ত সরকারের বাড়ীতে তার সহযোগী আরো ৭/৮ জনকে নিয়ে ডাকাতি করতে গেলে জনতা মো. মনির হাওলাদার সহ দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।