
মৃধা আল-আমিন : অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে রাজনৈতিক সংগঠন “মুভ ফর জাস্টিস”। শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের পর সংগঠনের চিফ কো-অর্ডিনেটর কাজী মোঃ তৌফিক ইমাম বলেন, রাষ্ট্র যন্ত্রকে বাংলা ভাষা সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রাষ্ট্র ও দেশের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে। সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে হবে। সাংস্কৃতিক আগ্রাসন রুখতে না পারলে সেটা আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে নিয়ে আসবে। যা আমাদের জন্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং জাতির জন্য অনেক বেশি ক্ষতিকর হবে।
এসময় তিনি বাংলা ভাষার সুরক্ষায় মুভ ফর জাস্টিস এর পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরেন, ১. রাষ্ট্রের সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত কর। ২. হাইকোর্ট- সুপ্রীমকোর্টে রায় লিখনে বাংলার ব্যবহার চালু কর। ৩. সকল প্রকার সাংস্কৃতিক আগ্রাসন রুখে দেও।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কো-অর্ডিনেটর মৃধা মোঃ আল-আমিন, ডাঃ মোঃ মাসুদুজ্জামান, নুরুল আলম শোভন, মুস্তাফিজুর রহমান, ডাঃ শাহ মোঃ সোলায়মান এবং কেন্দ্রীয় কো-অর্ডিনেশন কমিটির সদস্য এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, ইসতিয়াক আহমেদ, রাব্বি মিয়া, এরফাতুল আজীম, দিদার বক্স শাকিল প্রমুখ।