পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ এর আয়োজনে বার্ষিক খাদ্য ও পুষ্টি মেলায় ফিতা কেটে, বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসক সহ অতিথি বৃন্দরা।
রবিবার ২৩ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩ টায় ডিসি স্কয়ার মাঠে নার্সিং কলেজের আয়োজনে বার্ষিক খাদ্য ও পুষ্টি মেলায় আলোচনা সভায় গাজী মনিপুর রহমান নার্সিং কলেজ এর পরিচালক এডভোকেট মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী হারুন-অর-রশিদ, আলোচনা সভা পরিচালনা করেন বোতলবুনিয়া কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সিরাজ। আলোচনা শেষে কেক কেটে ও মেলায় শিক্ষার্থী বিভিন্ন পিঠা সামগ্রী ১৭ টি স্টাল পরিদর্শন করে।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন তোমরা নার্সিং পেশাটাকে সরকারি কর্মচারীদের কাজের মত নাদেখে একজন দক্ষ সেবক হয়ে মানুষের সেবার মাধ্যমে মানুষের পাশে থেকে কাজকরে যাবে দেশ ও বিদেশে নার্সিং পেশায় মানুষের সেবার মধোদিয়ে দেশ ও বিদেশে মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা কামনা করছি।