নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ বাংলার পটুয়াখালী জেলার মাটিতে এই সর্ব প্রথমবারের মতো ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আগমন করলেন, ড. মিজানুর রহমান আজহারী।
পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার পটুয়াখালী পৌর শহরের ঝাউতলা শহীদ মিনার ও শহীদ হৃদয় তরুয়া চত্বর মাঠে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী জেলা জামায়াত ইসলামী বাংলাদেশ এর পটুয়াখালী জেলা আমীর এড. নাজমুল আহসানের সভাপতিত্বে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তাফসীরুল কুরআন মাহফিলে ওয়াজ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ও মুফাসসির কুরআন ড. মিজানুর রহমান আজহারী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ড. শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়েত ইসলামী ও চেয়ারম্যান বাউফল উন্নয়ন ফোরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। ওলামাদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ইসলামী ফাউন্ডেশনের গভর্নর শাহ মোহম্মদ নেছারুল হক। পটুয়াখালী জেলা জেলা ঈমাম পরিষদের সভাপতি ও পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব মাও মো. আবু সাঈদ।
তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আন নাহিয়ান। বাংলাদেশের প্রথম ১৯টি জেলার পটুয়াখালী একটি পুরতন জেলা তাই ড. মিজানুর রহমান আজহারীর পটুয়াখালীতে আগমন উপলক্ষে জেলা শহরে সকল শ্রেনির মুসুল্লিদের ঢল নেমেছে। মাহফিলে মোট ৯ মাঠ প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে মহিলাদের জন্য পর্দাসহকারে ৩টি মাঠের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন ও মাহফিল কমিটির পক্ষ থেকে সকল ধরনের কঠোর নিরপত্তার ব্যবস্থা করা হয়েছে।
ড. মিজানুর রহমান আজহারী সাহেব বাদ এশা নামাজের পরে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনে দিয়ে কুরআনের আলোকে তাফসীরুল কুরআন মাহফিলে ওয়াজ শুরু করেন, এবং দীর্ঘ দেড় ঘন্টা পর্যন্ত ওয়াজ নছিহত করেন।