
মোঃ জাহিদ হাসান (পটুয়াখালী জেলা প্রতিনিধি): পটুয়াখালী সদর উপজেলার মরিচ বুনিয়া ইউনিয়নের আয়শা সিদ্দিকা (রঃ) মহিলা মাদ্রাসা”র প্রতিষ্ঠাতা এবং মাদ্রাসা ও মাহফিল কমিটির কেশিয়ার আবু জাফর ভূইয়া(৩৮) ও তার শাথে থাকা দেলোয়ার চৌকিদার(৪৫) কে কুপিয়ে যখম করে তাদের শাথে থাকা মাদ্রাসা ও মাহফিলের টাকা সিনতাই করে ডাকাতদল।
তাদের ডাক চিৎকারের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় ডাকাত দল জনমানুষের সারা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আবু জাফর ভূঁইয়া ও তার সাথে থাকা (সম্পর্কে মামা) দেলোয়ার চৌকিদার কে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে দেলোয়ার চৌকিদারের অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেন।