
নিজস্ব প্রতিবেদক : সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এর ধারাবাহিকতায় পটুয়াখালীর মহিপুর থানায় গতরাতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় মহিপুর সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ নেতা মামুন হাওলাদার কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাত ৩ টার দিকে মহিপুর থানা শহরের বাজারের কাঠপট্টি এলাকার নিজ বাসা থেকে মহিপুর সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ নেতা মামুন হাওলাদার কে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মাধ্যমে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করে । সে মহিপুর থানা যুবলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মাধ্যমে তাকে আটক করে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইন শৃঙ্খলা রক্ষায় সারাদেশের ন্যায় মহিপুর থানা ও কুয়াকাটা পর্যটন এলাকায় মহিপুর থানা পুলিশের নিয়মিত অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে।
আ/স/১১/০২/২০২৫/আকাশ