
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মহিপুরে ৫০০ গ্রাম গাজাসহ জিএম জসিম নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
শুক্রবার (৭,মার্চ) রাত নয়টার পর মহিপুর থানা শহরের সদর ইউনিয়নের ওয়াপদা কলোনীর স্লুইস গেট নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা শহরের ছাত্রদল ও যুবদলের কতিপয় সাহসী যুবকদের সহযোগীতায় রাত ৯ টার পর মহিপুর ওয়াপদা কলোনীর স্লুইস গেট নামক এলাকা থেকে গাজাসহ জি এম জসিম কে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে সবুজ পলিথিনে মোড়ানো এবং সাদা কাগজে রাখা ৫০০ গ্রাম গাজা ও একটি পরিমাপের যন্ত্র জব্দ করা হয়েছে। মহিপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আজ শনিবার (৮,মার্চ) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সে একাধিক মাদক মামলার আসামী। মাদক মওজুদ, পাচার,কেনা-বেচা ও সেবন করা তিনি সহ আরো কয়েকজন মিলে একটি সংঘবদ্ধ চক্র জড়িত আছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এছাড়াও মহিপুর থানা শহরের ফেরী ঘাট এলাকায় গাঁজা বিক্রি হয় বলে কথিত রয়েছে, মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন জরাজীর্ণ বিল্ডিংয়ের উপর রাতে বখাটে ও টোকাই প্রকৃতির কিশোর গ্যাংয়ের গাঁজা সেবনের আড্ডা জমে। অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে কেহ কেহ জানায়, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন স্থানে রাতে উঠতি বয়সী কিশোর ও যুবকদের মাদক সেবন করার কথা । গোপনীয়ভাবে তথ্য সংগ্রহ করে মহিপুর থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন এ বিষয়ে আশু পদক্ষেপ নিবেন বলে এলাকাবাসী মনে করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, মহিপুর এলাকার চিহ্নিত মাদককারবারী জসিম ওরফে জিএম জসিম কে গত রাতে ৫০০ গ্রাম গাজাসহ আটক করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আ/স/০৮/০৩/২০২৫/আকাশ