বাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করলেন কনটেন্ট ক্রিয়েটার কাফি

  • Reporter Name
  • Update Time : ০২:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯ Time View

নিজস্ব প্রতিবেদক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফি’র বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়ায় থানায় মামলা দায়ের করেন।

কাফি তার মামলায় উল্লেখ করেন, জুলাই-আগস্ট আন্দোলনে সামনের সারিতে থেকে তিনি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং আন্দোলনকে তরান্বিত করেছেন। সবশেষে ধানমন্ডি ৩২ এ ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে তিনি অংশ নিয়েছেন । যার কারণে স্বৈরশাসকের সহযোগীদের টার্গেটে পরিণত হন। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় স্বৈরাচারের অজ্ঞাতনামা সহযোগীরা ও সন্ত্রাসীরা পূর্ব থেকে ওঁত পেতে তার বসতঘর, রান্নাঘর, গরু ঘরসহ আশপাশের সবকিছু আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে তার পরিবারের এমন সর্বনাশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অভিযোগে কাফি আরো উল্লেখ করেন, আমার ঘরের মধ্যে থাকা চার মাস বয়সী বাচ্চা, চার বছর বয়সী ভাতিজা, মা-বাবা, ভাই-ভাবি ছিল। সকলকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা রশি দিয়ে বেঁধে ঘরের চারিদিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনের লেলিহান শিখা দেখে পরিবারের সবাই কোনোমতে দরজা ভেঙে প্রাণে বেঁচে যান। কিন্তু ঘরসহ সকল জিনিসপত্র, কাগজপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়।

এদিকে কাফি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘আজ আমার বাড়ি পোড়ানো হয়েছে। কালকে আপনার বাড়ি যে পোড়ানো হবে না, তার কোনো গ্যারান্টি নাই। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনশৃঙ্খলাবাহিনী খুঁজে বের করতে সক্ষম হবেন। সেই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও সাধারণ জনগণের এবং ধানমন্ডি ৩২ এ যেসব বিপ্লবী জনতা ছিল, তাদের নিরাপত্তা একান্ত প্রয়োজন।’

এছাড়া তিনি আগামী ৭দিনের মধ্যে এসব দাবি পূরণের জন্য আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে দোষীদের ধরা না হয় কিংবা তার পুড়ে যাওয়া ঘর পুনঃনির্মাণ না করা হয়, তাহলে তিনি একা রাজপথে দাঁড়াবেন এবং একাই লড়ে যাবেন। প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দিবেন।

তবে কারা এ আগুনের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ প্রশাসন।

এ ব্যাপারে কলাপাড়া কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় নুরুজ্জামান কাফি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে বাইরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ছয় সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হন। এদিকে আগুনে বাড়ি পুড়ে যাওয়ায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে কাফির বাবা এবিএম হাবিবুর রহমান জানান।

আ/স/১৩/০২/২০২৫/আকাশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করলেন কনটেন্ট ক্রিয়েটার কাফি

Update Time : ০২:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফি’র বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়ায় থানায় মামলা দায়ের করেন।

কাফি তার মামলায় উল্লেখ করেন, জুলাই-আগস্ট আন্দোলনে সামনের সারিতে থেকে তিনি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং আন্দোলনকে তরান্বিত করেছেন। সবশেষে ধানমন্ডি ৩২ এ ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে তিনি অংশ নিয়েছেন । যার কারণে স্বৈরশাসকের সহযোগীদের টার্গেটে পরিণত হন। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টায় স্বৈরাচারের অজ্ঞাতনামা সহযোগীরা ও সন্ত্রাসীরা পূর্ব থেকে ওঁত পেতে তার বসতঘর, রান্নাঘর, গরু ঘরসহ আশপাশের সবকিছু আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলতে গিয়ে তার পরিবারের এমন সর্বনাশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অভিযোগে কাফি আরো উল্লেখ করেন, আমার ঘরের মধ্যে থাকা চার মাস বয়সী বাচ্চা, চার বছর বয়সী ভাতিজা, মা-বাবা, ভাই-ভাবি ছিল। সকলকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা রশি দিয়ে বেঁধে ঘরের চারিদিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনের লেলিহান শিখা দেখে পরিবারের সবাই কোনোমতে দরজা ভেঙে প্রাণে বেঁচে যান। কিন্তু ঘরসহ সকল জিনিসপত্র, কাগজপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়।

এদিকে কাফি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘আজ আমার বাড়ি পোড়ানো হয়েছে। কালকে আপনার বাড়ি যে পোড়ানো হবে না, তার কোনো গ্যারান্টি নাই। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনশৃঙ্খলাবাহিনী খুঁজে বের করতে সক্ষম হবেন। সেই সঙ্গে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও সাধারণ জনগণের এবং ধানমন্ডি ৩২ এ যেসব বিপ্লবী জনতা ছিল, তাদের নিরাপত্তা একান্ত প্রয়োজন।’

এছাড়া তিনি আগামী ৭দিনের মধ্যে এসব দাবি পূরণের জন্য আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে দোষীদের ধরা না হয় কিংবা তার পুড়ে যাওয়া ঘর পুনঃনির্মাণ না করা হয়, তাহলে তিনি একা রাজপথে দাঁড়াবেন এবং একাই লড়ে যাবেন। প্রয়োজনে বিপ্লবী সরকারের ডাক দিবেন।

তবে কারা এ আগুনের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ প্রশাসন।

এ ব্যাপারে কলাপাড়া কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় নুরুজ্জামান কাফি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে বাইরে থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ছয় সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হন। এদিকে আগুনে বাড়ি পুড়ে যাওয়ায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে কাফির বাবা এবিএম হাবিবুর রহমান জানান।

আ/স/১৩/০২/২০২৫/আকাশ