
মোঃ সাইফুল ইসলাম আকাশ, ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনারস প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাফরুল্লাহ চৌধুরীর প্রচার-প্রচারনণাকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো উপজেলায়। মঙ্গলবার ১৪ মে সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া,কুতুবা,দেউলা ইউনিয়ন এলাকায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে উঠান বৈঠকে জনতার ঢল নেমেছে,এ সময় দল মত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষের উপচে পড়া ভিড়ে দেখা গেছে।
উঠান বৈঠকে উপস্থিত ভোটাররা জানান,আনারস প্রতীকে মনোনীত প্রার্থী জাফরুল্লাহ চৌধুরী যোগ্য এবং দক্ষ মানুষ, তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুঃসময়ে আওয়ামী লীগের কর্মীদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন,২০০১ সালে জোট সরকারের আমলে নির্যাতনের স্বীকার অসহায় অবহেলিত নেতা কর্মীদেরকে বছরের পর বছর নিজ খরচে ঢাকায় চিকিৎসা সেবা সহ বাসস্থান এর ব্যবস্থা করেছেন।
দল মত নির্বিশেষে কেউ বিপদে পড়লেই তার পাশে দাড়িয়েছেন,তাই উপজেলাবাসী জাফরুল্লাহ চৌধুরীকে ২১ তারিখ বিপুল ভোটের মাধ্যমে তারা বিজয়ী করবে।
বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাফরুল্লাহ চৌধুরী বলেন,ছোটবেলা থেকেই আমার চলাচল গ্রামের সাধারণ মানুষের সঙ্গে। নির্বাচনে অংশ নিয়ে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি,তাতে আমি মুগ্ধ। যেখানেই উঠান বৈঠক করছি, সেখানেই হাজারো মানুষের ঢল সাথে সাথে মুরুব্বিরা আমাকে এমনভাবে দোয়া করছেন যে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
এসময় তিনি আরো বলেন,বোরহানউদ্দিন উপজেলাকে একটি মাদক ও সন্ত্রাস মুক্ত উপজেলা গড়ার লক্ষে ২১ শে মে আনারস প্রতীকে মুল্যবান ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো এবং মাদক ও সন্ত্রাস নির্মুল করে বোরহানউদ্দিন উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করবো।তিনি বলেন,বোরহানউদ্দিন উপজেলার উন্নয়নের স্বার্থে আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এই এলাকার উন্নয়নকে ত্বরানিত করা সুযোগ করে দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া।
এসময় উপস্থিত ছিলেন কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ,দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান বাবুল,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার,
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক শাহীন,পক্ষিয়া,কুতুবা ও দেউলা ৩ টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্য বৃন্দ