নিজস্ব প্রতিবেদক : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোটারী ক্লাব পটুয়াখালী শাইনিং-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) প্রভাতী প্রি-ক্যাডেট স্কুলে সকাল সাড়ে ৯.৩০ মিনিট ক্যাম্পের আয়োজন করা হয়। রোটারী ক্লাব পটুয়াখালী শাইনিং এর আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অসংখ্য মানুষ এইদিন বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব পটুয়াখালী শাইনিং এর প্রেসিডেন্ট প্রফেসর এম নুরুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট অধ্যাপিকা শিরিন নাহার, সদস্য মারুফা মনি, হোসনে আরা বেগম, ফেরদৌসি হ্যাপি, অধ্যাপক মোফাজ্জেল হোসেন, ফেরদৌসি নাজনীন এবং অবসরপ্রাপ্ত উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) ডা. জসিম উদ্দীন মুকুল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার এবং এই ধরনের উদ্যোগ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" আয়োজকরা জানান, ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করা হবে। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মোঃ জসিম উদ্দিন মুকুল, ডা. আব্দুল্লাহ আল শাদীদ, ডা. মোঃ তৌফিকুর রহমান রাকিব, ডা. তানজিলা তুজ জাহান মালিহা, ও ডা. তানভীর মাহতাব।
সভাপতি প্রফেসর এম নুরুল ইসলাম বলেন, "এই ক্যাম্পের মাধ্যমে আমরা পটুয়াখালীর অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে যাতে আরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেতে পারেন।" তিনি আরও বলেন, "রোটারী ক্লাবের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং আমরা সমাজের সেবায় সর্বদা নিয়োজিত থাকব।"
আ/স/২১/০২/২০২৫/আকাশ