
মহিপুর প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর থানার অন্তর্গত মহিপুর ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির উদ্যোগে ও ওয়েভ ফাউন্ডেশন সংস্থার আয়োজনে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ বিষয়ক পলিসি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ৫ মার্চ ,২০২৫ খ্রী. সকাল ১০.০০ ঘটিকায় মহিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে মহিপুর ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব হারুনর রশিদ এর সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন সভা শুরু করা হয়।
প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের দূর্যোগ মোকাবেলায় জলবায়ু সুশাসন এর গুরুত্ব, জলবায়ু সুশাসনের ধাপ সমূহ, অভিযোজন ও প্রশমন কৌশল এবং এগুলো কিভাবে একসাথে কাজ করতে পারে সে বিষয়গুলো উপস্থাপন করা হয়। এছাড়া প্রকল্পের কাজের সাথে কোথায় মিল আছে, কিভাবে স্টেকহোল্ডাররা কাজ করবে এবং প্রকল্পের সাফল্য কিভাবে আসবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
ওয়েভ ফাউন্ডেশন সংস্থার কলাপাড়া উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ আরিফুর রহমান আলোচনা করেন, প্রকল্পের পরিচিত,সিভিক ফোরাম সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, বাংলাদেশের বিদ্যমান জলবায়ু নীতিমালা, কমিউনিটি অভিযোগ নিষ্পত্তি, অংশগ্রহণমূলক খসড়া বাজেট প্রণয়ন সহ বিভিন্ন কর্মসূচি। ইউনিয়ন পরিষদে অভিযোগ বক্স স্থাপন এবং অভিযোগ দায়েরের টার্গেট নির্দিষ্ট করতে হবে। প্রতি মাসে কমিউনিটি গিভেন্স কমিটির মাধ্যমে বক্সে জমা হওয়া অভিযোগ গুলো রিভিউ ও সমাধানে কাজ করবেন।
ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান রিপন আলোচনা করেন, ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে বাজেট মিটিং গুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেই মিটিং গুলোতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এ পলিসি ওরিয়েন্টেশন সভায় আরো আলোচনা করেন মহিপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খান, ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য মোসা:মিনারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মমিন, সদস্য জাহিদ গাজী সহ উপস্থিত ছিলেন ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এ পলিসি ওরিয়েন্টেশন সভা টি সঞ্চালনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশন সংস্থার কলাপাড়া উপজেলা কমিউনিটি মোবিলাইজার অফিসার মোসা: সোনিয়া আক্তার।
আ/স/০৬/০৩/২০২৫/আকাশ