
মোঃ সাইফুল ইসলাম : আজ মঙ্গলবার বিকেলে সমাজকল্যাণ মূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সৌজন্যে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমেন মিঞাকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।
উক্ত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনজীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জিয়াউর রহমান, সমাজকল্যান সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল হুদা রুবেল, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ নূর মোহাম্মাদ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মুন্সীগঞ্জ সদর শাখার সভাপতি মোঃ জাকির হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ হালিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমূখ।
উল্লেখ সমাজকল্যাণ মূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশন প্রতি বছর ভালো কাজের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন ক্যাটাগরীতে সন্মাননা প্রদান করা থাকে। মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মোমেন মিঞাকে তার যোগাযোগ দক্ষতা, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার, সৌজন্যেবোধ, কর্তব্য নিষ্ঠা, সময়ানুবর্তিতা এসব বিবেচনা করে এ বছর গুনীজন হিসেবে বিবেচনা করে এ সন্মাননা প্রদান করা হয়। তিনি এ সন্মাননার জন্য গত ডিসেম্বর নির্বাচিত হলেও বিভিন্ন ব্যস্ততার কারণে প্রলম্বিত হয়।