নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মহিপুর থানা সদরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ শে ফেব্রুয়ারী, ২০২৫ খ্রী. সকাল ৬.৩০ টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহিপুর থানা শাখার কার্যালয় থেকে প্রভাত ফেরী শুরু করে ৭.০০ টার সময় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সুশৃঙ্খলভাবে একে একে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহিপুর থানা শাখার সভাপতি আঃ জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ এর নেতৃত্বে মহিপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি'র মহিপুর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, দপ্তর সম্পাদক কাওসার মনির প্রমুখ। এছাড়া মহিপুর সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক সজিব হাওলাদার সহ আরো অনেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যুবদল মহিপুর থানা শাখা ও সদর ইউনিয়ন শাখা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে সিদ্দিক মোল্লা, মনির মুসুল্লী, রিপন মুসুল্লী,লিমন খান প্রমুখ। স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানান। মহিপুর থানা শাখার বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, সিরাজুল ইসলাম কিন্ডারগার্টেন, বিভিন্ন মাদ্রাসার ছাত্র -ছাত্রীরা ও শিক্ষক মন্ডলী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তবে অভিযোগ রয়েছে মহিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রভাত ফেরী করেনি। কিন্তু ইতিপূর্বে বিদ্যালয় টি প্রভাত ফেরী সহ নানা কর্মসূচি নিয়মিত পালন করতেন। এ বিষয়ে প্রধান শিক্ষক আঃ ছালাম বলেন, সকালে ছাত্র -ছাত্রী কম উপস্থিত হওয়ায় প্রভাব ফেরী করা হয়নি বিধায় আমি দুঃখিত এবং পরবর্তীতে জাতীয় কর্মসূচি নিয়মিত পালন করার অঙ্গীকার করেন।
এদিকে মহিপুরে মুক্তিযুদ্ধা ম্যামোরিয়াল কলেজর ছাত্র -ছাত্রী, শিক্ষক বৃন্দ প্রভাত ফেরী পরবর্তী কলেজ প্রাঙ্গণে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে মহিপুর মাধ্যমিক বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে মহিপুর থানা শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল বিপনী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। তবে মহিপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কেয়ার মডেল হাসপাতালে সকাল ১০.০০ টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি ঐ সময় পতাকা উত্তোলন না করে উপরন্তু দাম্ভিকতা নিয়ে সাংবাদিকদের অশোভনীয় কটুক্তি করেন।
অন্যদিকে মহিপুর থানার ডাল্বুগন্জ ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করেনি। এ বিষয়ে সংবাদকর্মীরা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি এখন চরমোনাইয়ের মাহফিলে আছে।
মহিপুর থানার অন্যান্য ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
আ/স/২২/০২/২০২৫/আকাশ