
মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ (পটুয়াখালী জেলা প্রতিনিধি) : পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমিজমা নিয়ে বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় দশ জন আহত হয়েছে। ৩ মার্চ রোজ সোমবার রাঙ্গাবালী উপজেলার বড় বাজিদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরগঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলো, মোঃ আলমগীর মোল্লা (৪৫) পিতা আঃ বারেক মোল্লা, ইসমাইল গাজী (৩৫)
পিতা:মৃত আলতাফ গাজী,ইলিয়াস গাজী (৪০) রুমান (১৪)পিতা আলমগীর মোল্লা আয়েশা বেগম (৫৫) ডলি, স্বামী জাহাঙ্গীর হাং, রিতা (৩৮) স্বামী জাহাঙ্গীর আলম,
৮) মাহিনুর বেগম (৫৫) স্বামী আলতাফ গাজী
কল্পনা (৩৮) স্বামী মনির বয়াতি এবং
,খাদিজা (৩০)আহতরা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত আলমগীর মোল্লান ভাই জাহাঙ্গীর মোল্লা বলেন, একই এলাকার চরগঙ্গা গ্রামের মোশারফ প্যদার দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে দ্বন্দ্ব তাদের সাথে। বিগত দিনে আমাদের জমি জোড় পূর্বকভাবে দখল করে আসছিলো মোশারফ প্যদা ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা । তারই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার সকালে হঠাৎ করে আমাদের বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়িতে থাকা নগদ ২ লক্ষ ৬৪ হাজার টাকা ও আনুমানিক ৭ বুড়ি সোনার গহনা ও ৫ টি মোবাইল যার বাজার মূল ১ লক্ষ ২০ হাজার টাকা এ সমায় পেট্রোল দিয়ে তার বসত বাড়ি আগুন দিয়ে জ্বালায়ে দেয় চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্য মোঃ মোশারফ প্যদা (৪০) বেল্লাল ফকির (৪৩ সেদিন খলিফা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর এবং ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি,মোঃ শহীদ সরদার (৪৪)
৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
মোঃ শাকিল (৩৫) মোঃ সিদ্দিক (৫০) মোঃ শাহীন (৪৬)
মোঃ রাজ্জাক শিকদার (৫৫) মোঃ রিফাত (২৫)
মোঃ ফোরকান খলিফা (৫০) মোঃ ওহিদ (৩২)
মোঃশাহজাহান খলিফা (৬০) মোসাঃহাফেজা (৩৮) মোসাঃ মালা (২৫) মোসাঃ নূর ছাহেরা (৪২) মোসাঃ শেফালী (৪৩) মোসাঃ রেনু বিবি (৬০) মোঃ সোহেল (৩৭) এবং মোঃ সুজন,লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পরে এলাকার মানুষ ও স্বজনরা ঘটনাস্থলে পৌছালে আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে বলে জানান ।
আহত মাহিনুর বেগম জানান, এরা কাউকে ছাড়েনি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাদের মাথা ফাটিয়ে দেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় যখম করেন,আপনারা সবই দেখতেছেন আমরা এর সঠিক বিচার চাই।এ ঘটনায় আজ সোমবার মামলা করবেন বলে জানান তার ভাই জাহাঙ্গীর মোল্লা ।
ইউনিয়ন চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আমি জমি জমা নিয়ে অনেকদিন যাবত বিরোধ চলতেছিল আমি জানি।
রাঙ্গাবালী থানার ইনচার্জ বলেন, আমরা কোন অভিযোগ পাইনি, অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।