র‍্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযান : কুয়াকাটায় চার লাখ ইয়াবাসহ ১৬ পাচারকারী আটক

  • Reporter Name
  • Update Time : ১২:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৫ Time View

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি) : পটুয়াখালীর কুয়াকাটায় পশ্চিম সাগর মোহনা সংলগ্ন লেম্বুরবনে কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১৬ পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে আটককৃতরা হলো, মো.সবুর, মোফাজ্জেল, মনির উদ্দিন, মোস্তাক আহমেদ, নবি হোসেন, তহিদুল, মোবারক, সেলিম মাঝি,আবু তালেব, ফজলে করিম, আবদুল খালেক,খলিল, সোহাদ ,আবদুল নবী, আলতাফ ও ওমর ফারুক। এদের বাড়ী চট্রগ্রাম এবং কক্সবাজার এলাকায়। এরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মহিপুরের নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশন কার্যালয়ে কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় প্রেসব্রিফিংয়ে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরা কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুরবন সাগর মোহনায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি নামবিহীন ট্রলারে অভিনব কায়দায় জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে এক লাখ পিসসহ ১৬ পাচারকারীকে আটক করে। একই সময় লেবুরবন অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোষ্টগার্ড জানায়, গ্রেফতারকৃত ১৬ মাদক পাচারকারী, জব্দ ট্রলার ও উদ্ধার করা চার লাখ পিস ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। মহিপুর থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, থানায় মামলা রেকর্ডের পর আসামীদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আ/স/০৩/০৩/২০২৫/আকাশ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

র‍্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযান : কুয়াকাটায় চার লাখ ইয়াবাসহ ১৬ পাচারকারী আটক

Update Time : ১২:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি) : পটুয়াখালীর কুয়াকাটায় পশ্চিম সাগর মোহনা সংলগ্ন লেম্বুরবনে কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১৬ পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে আটককৃতরা হলো, মো.সবুর, মোফাজ্জেল, মনির উদ্দিন, মোস্তাক আহমেদ, নবি হোসেন, তহিদুল, মোবারক, সেলিম মাঝি,আবু তালেব, ফজলে করিম, আবদুল খালেক,খলিল, সোহাদ ,আবদুল নবী, আলতাফ ও ওমর ফারুক। এদের বাড়ী চট্রগ্রাম এবং কক্সবাজার এলাকায়। এরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মহিপুরের নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশন কার্যালয়ে কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় প্রেসব্রিফিংয়ে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরা কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুরবন সাগর মোহনায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি নামবিহীন ট্রলারে অভিনব কায়দায় জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে এক লাখ পিসসহ ১৬ পাচারকারীকে আটক করে। একই সময় লেবুরবন অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোষ্টগার্ড জানায়, গ্রেফতারকৃত ১৬ মাদক পাচারকারী, জব্দ ট্রলার ও উদ্ধার করা চার লাখ পিস ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। মহিপুর থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, থানায় মামলা রেকর্ডের পর আসামীদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আ/স/০৩/০৩/২০২৫/আকাশ