পটুয়াখালীতে আজহারীর মাহফিল কভার করতে মিডিয়া পাশ লাগবে

নিজস্ব প্রতিবেদক: ২৫ জানুয়ারী শনিবার পটুয়াখালীতে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল কভার করতে ইচ্ছুক
সাংবাদিক ও ইউটিউবারদেরকে মিডিয়া পাশ দেয়ার ইতিহাস সৃষ্টি হয়েছে। জানা গেছে, ২৪ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টায় পটুয়াখালী শহরের সবুজবাগ মোড়ে নিবন্ধনহীন একটি নবাগত নিউজ পোর্টাল এর কার্যালয় থেকে মিডিয়া কার্ড সংগ্রহের অনুরোধ করা হয় সোস্যাল মিডিয়ায়। পরে অনেকেই উক্ত মাহফিল কভার করতে এ নিউজ পোর্টালের সম্পাদক এর স্বাক্ষরিত মিডিয়া পাশ সংগ্রহ করেন বলে জানা যায়। সুত্রে আরও জানা গেছে, উক্ত নিউজ পোর্টাল এর সম্পাদক সাবেক সরকার এর সময় ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রীর আস্হা ভাজন ছিলেন। এখন নতুন মোড়কে একটি রাজনৈতিক দলের পতাকা তলে আশ্রয় নিয়ে মিডিয়া জগতে অগাধ বিচরণ করছেন। যা নিয়ে নানা মহলে আলোচনা – সমালোচনার শেষ নেই।