
নিজস্ব প্রতিবেদক: আজ ১৩ ফেব্রুয়ারি ‘২০২৫ খ্রী.(বৃহস্পতিবার) সকাল ৮ টার সময় মহিপুর থানা শহরের মহিপুর সদর ইউনিয়নের ৪৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সঙ্গীত পরিবেশন, কোরআন তেলাওয়াত, গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অত্র ইউনিয়নের ছয় টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পরবর্তীতে বালক-বালিকাদের গ্রুপ ভিত্তিক পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্টের খেলা-ধুলা শুরু করা হয়।
এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহীম খান, প্যানেল চেয়ারম্যান, ৬ নং মহিপুর ইউনিয়ন পরিষদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ আব্দুল বারেক, প্রধান শিক্ষক সুধীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ সাইদুর রহমান, প্রধান শিক্ষক দক্ষিণ কমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোঃ আঃ লতিফ নেছারী, প্রধান শিক্ষক নিজশিববাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মিজানুর রহমান রিপন, অন্যতম সদস্য,মহিপুর প্রেসক্লাব এবং অত্র ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃপ্তিরাণী ভৌমিক, প্রধান শিক্ষক মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আ/স/১৩/০২/২০২৫/আকাশ