জনমত জরিপে আগষ্টিন প্রতাপ-ডিউক-পেপিলন-জেমস-ইউজিন পরিষদ এগিয়ে

দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন

  • এম. আর. কমল
  • Update Time : ০৬:৫৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫ Time View

এম. আর. কমল: সমবায় সমিতির রোলসে ৩ বছর অন্তর অন্তর নির্বাচন করার বিধান রয়েছে। সেই নিয়মানুসারে দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটি হাউজিং সোসাইটির আসন্ন ২০২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রোজ শনিবার।ব্যবস্থাপনা কমিটি, ঋণদান কমিটি এবং  অভ্যন্তরিণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি তথা এক যুগে তিনটি কমিটির নির্বাচন হচ্ছে একসাথে।এ নির্বাচনে কয়েকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি প্যানেল এগিয়ে রয়েছে।সরেজমিন জনমত জরিপে দেখা যায় আগষ্টিন প্রতাপ-ডিউক-পেপিলন-জেমস-ইউজিন পরিষদ সর্ব ক্ষেত্রে এগিয়ে রয়েছে। অন্যসব প্যানেল সদস্যদের অনেকে চিনেই না।‘সততা, ন্যায্যতা, ধারাবাহিক উন্নয়ন ও জবাবদিহিতায় অঙ্গীকারাবদ্ধ’ হয়ে প্যানেল দিয়েছে আগষ্টিন প্রতাপ-ডিউক-পেপিলন-জেমস-ইউজিন পরিষদ। তাদের দলীয় শ্লোগান হচ্ছে- ‘ঐক্য, শান্তি ও সমৃদ্ধি’। জনমত জরিপ থেকে ধারণা করা যায় এই পরিষদ ফুল প্যানেলে বিজয়ী হবে। এই পরিষদে ব্যবস্থাপনা কমিটিতে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন- চেয়ারম্যান পদে আগষ্টিন প্রতাপ গমেজ-প্রতীক চেয়ার, ভাইস চেয়ারম্যান পদে-ডিউক প্রদীপ রোজারিও-প্রতীক বই, সেক্রেটারী পদে পেপিলন হেনরি পিউরিফিকেশন-প্রতীক দোয়াত কলম, পরিচালক অর্থ ও প্রশাসন পদে জেমস ডি’ রোজারিও-প্রতীক টেলিভিশন, ট্রেজারার পদে ইউজিন কোড়াইয়া-প্রতীক চশমা, সদস্য পদে যথাক্রমে সুজয় পিউরিফিকেশন-প্রতীক হাতপাখা, শুভ রঞ্জন চিসিম-প্রতীক রেডিও, প্রদীপ আগষ্টিন গমেজ-প্রতীক কাপ পিরিচ, লিংকার্স রোজারিও-প্রতীক টিউবওয়েল, ডন ক্লারেন্স হাওলাদার-প্রতীক উট, গিলবার্ট গমেজ-প্রতীক মোরগ ও মি. এইচ হিলারিশ হাউই-প্রতীক মোমবাতী।

ঋণদান কমিটিতে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন-চেয়ারম্যান পদে তাসিসিউস পালমা-প্রতীক হাঁস, সেক্রেটারী পদে উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু-প্রতীক কাঁঠাল, সদস্য পদে যথাক্রমে লিনসন গমেজ-প্রতীক আপেল, রনি ফ্রান্সিস গমেজ-প্রতীক কমলা ও টমাস টনি গমেজ-প্রতীক প্রাইভেট কার।

একই পরিষদে অভ্যন্তরিন নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- চেয়ারম্যান পদে রবার্ট সাইমন গোমেজ-প্রতীক টেবিল, সেক্রেটারী পদে বীরেন বি গমেজ-প্রতীক বটগাছ, সদস্য পদে যথাক্রমে মায়া মল্লিকা গাঙ্গুলী-প্রতীক চামচ, কাজল শিমন ডি কস্তা-প্রতীক টেলিফোন ও রনি মাইকেল গমেজ-প্রতীক হাতঘড়ি।

আ/স/০৬/০২/২০২৫/আকাশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনমত জরিপে আগষ্টিন প্রতাপ-ডিউক-পেপিলন-জেমস-ইউজিন পরিষদ এগিয়ে

দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন

Update Time : ০৬:৫৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

এম. আর. কমল: সমবায় সমিতির রোলসে ৩ বছর অন্তর অন্তর নির্বাচন করার বিধান রয়েছে। সেই নিয়মানুসারে দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটি হাউজিং সোসাইটির আসন্ন ২০২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রোজ শনিবার।ব্যবস্থাপনা কমিটি, ঋণদান কমিটি এবং  অভ্যন্তরিণ নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটি তথা এক যুগে তিনটি কমিটির নির্বাচন হচ্ছে একসাথে।এ নির্বাচনে কয়েকটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও একটি প্যানেল এগিয়ে রয়েছে।সরেজমিন জনমত জরিপে দেখা যায় আগষ্টিন প্রতাপ-ডিউক-পেপিলন-জেমস-ইউজিন পরিষদ সর্ব ক্ষেত্রে এগিয়ে রয়েছে। অন্যসব প্যানেল সদস্যদের অনেকে চিনেই না।‘সততা, ন্যায্যতা, ধারাবাহিক উন্নয়ন ও জবাবদিহিতায় অঙ্গীকারাবদ্ধ’ হয়ে প্যানেল দিয়েছে আগষ্টিন প্রতাপ-ডিউক-পেপিলন-জেমস-ইউজিন পরিষদ। তাদের দলীয় শ্লোগান হচ্ছে- ‘ঐক্য, শান্তি ও সমৃদ্ধি’। জনমত জরিপ থেকে ধারণা করা যায় এই পরিষদ ফুল প্যানেলে বিজয়ী হবে। এই পরিষদে ব্যবস্থাপনা কমিটিতে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন- চেয়ারম্যান পদে আগষ্টিন প্রতাপ গমেজ-প্রতীক চেয়ার, ভাইস চেয়ারম্যান পদে-ডিউক প্রদীপ রোজারিও-প্রতীক বই, সেক্রেটারী পদে পেপিলন হেনরি পিউরিফিকেশন-প্রতীক দোয়াত কলম, পরিচালক অর্থ ও প্রশাসন পদে জেমস ডি’ রোজারিও-প্রতীক টেলিভিশন, ট্রেজারার পদে ইউজিন কোড়াইয়া-প্রতীক চশমা, সদস্য পদে যথাক্রমে সুজয় পিউরিফিকেশন-প্রতীক হাতপাখা, শুভ রঞ্জন চিসিম-প্রতীক রেডিও, প্রদীপ আগষ্টিন গমেজ-প্রতীক কাপ পিরিচ, লিংকার্স রোজারিও-প্রতীক টিউবওয়েল, ডন ক্লারেন্স হাওলাদার-প্রতীক উট, গিলবার্ট গমেজ-প্রতীক মোরগ ও মি. এইচ হিলারিশ হাউই-প্রতীক মোমবাতী।

ঋণদান কমিটিতে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন-চেয়ারম্যান পদে তাসিসিউস পালমা-প্রতীক হাঁস, সেক্রেটারী পদে উজ্জ্বল ফ্রান্সিস রিবেরু-প্রতীক কাঁঠাল, সদস্য পদে যথাক্রমে লিনসন গমেজ-প্রতীক আপেল, রনি ফ্রান্সিস গমেজ-প্রতীক কমলা ও টমাস টনি গমেজ-প্রতীক প্রাইভেট কার।

একই পরিষদে অভ্যন্তরিন নিরীক্ষা ও পর্যবেক্ষণ কমিটিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- চেয়ারম্যান পদে রবার্ট সাইমন গোমেজ-প্রতীক টেবিল, সেক্রেটারী পদে বীরেন বি গমেজ-প্রতীক বটগাছ, সদস্য পদে যথাক্রমে মায়া মল্লিকা গাঙ্গুলী-প্রতীক চামচ, কাজল শিমন ডি কস্তা-প্রতীক টেলিফোন ও রনি মাইকেল গমেজ-প্রতীক হাতঘড়ি।

আ/স/০৬/০২/২০২৫/আকাশ